এক্সেল শিখুন আর তিনদিনের কাজ তিন ঘণ্টায় করুন...



 Click to visit Youtube Channel


এক্সেল দিয়ে অনেক কঠিন ও জটিল কাজ যে কত অল্প সময়ে ও দ্রুত করা সম্ভব হয় জানলে হয়ত অবাক হয়ে যাবেন, আপনি হয়ত এটাও ভাবছেন উপরের শিরোনামটি ভুয়া ও আমি আপনাদেরকে ভুল ভাল কথা বলছি, চলুন তাহলে একটি উদাহরণ দেওয়া যাক।

ধরুন আপনি একটি অফিসের একাউন্টস ডিপার্টমেন্ট এ চাকরি করেন এবং মাসের শেষে আপনাকে সবার জন্য স্যালারি শিট তৈরি করবে হবে ও বেতন দিতে হবে। এমতাবস্থায় সকল ডাটা আছে একটি এক্সেল শিটে কিন্তু আপনি এক্সেলের কাজে দক্ষ না হওয়ায় ম্যানুয়ালি ডাটা এনে এনে ওয়ার্ড এ পে স্লিপ তৈরি করছেন। এমন যদি হয় যে কোম্পানিতে ৫০০ জন ইমপ্লয়ি এর বেতন দিতে হবে,তখন দেখবেন যে কাজ করতে করতে আপনার হাত ব্যথা হয়ে যাচ্ছে কিন্তু কাজ কিছুতেই শেষ হচ্ছেনা, আপনারও বিরক্তি ধরে যাচ্ছে।

মজার ব্যাপার হল এতো কাজ আপনি চাইলের এক্সেল ও ওয়ার্ড ফাইলের মধ্যে লিঙ্কাপ করে ৩০ মিনিট এর মধ্যে হাজার হাজার পে স্লিপ তৈরি করে ফেলতে পারেন পাশাপাশি প্রিন্ট ও করতে পারবেন। এটার জন্য যেটা করতে হবে তা হল কষ্ট করে এই ভিডিওটি দেখে নিতে হবে তাহলেই হয়ে যাবেন আপনি একজন এক্সেল এক্সপার্ট।



No comments

Powered by Blogger.