এক্সেল শেখা কোথা থেকে শুরু করবেন ?
যে প্রশ্নটি
সর্বদা করা হয়ে থাকে সেটা হল এক্সেল শেখা কোথা থেকে শুরু করব বা কিভাবে শুরু করব ? কোন কোচিং এ ভর্তি হলে ভাল এক্সেল শেখা যাবে ? মজার
ব্যাপার হল আমাদের কোনকিছু শিখতে গেলে বা জানতে গেলেই প্রথমে মাথায় আসে যে,
আমাদেরকে কিছু শিখতে গেলে কোচিং এ যেতে হবে, এখন
আমার প্রশ্ন হচ্ছে কিছু শিখতে গেলেই কেন কোচিং এর কথা মাথায় আসবে ?
আমরা সবাই
আজকাল ইন্টারনেট ব্যাবহার করতে পারি, ইভেন আপনি এখন যে
লেখাটা পড়ছেন সেটিও ইন্টারনেটে, অথচ অনেক ক্ষেত্রে আমরা
জানিনা যে ইন্টারনেট কত বড় তথ্যের ভাণ্ডার, যেমন আমাকে যদি
প্রশ্ন করা হয় তুমি কোথা থেকে শিখেছ? আমি কি বলল জানেন ?
ইন্টারনেট থেকে শিখেছি।
আমি পারলে
আপনিও পারবেন, সবাই পারবে, শুধুমাত্র একটু
সদিচ্ছা যথেষ্ট, যদিও আমাদের দেশে এক্সেলের ভাল টিউটোরিয়াল
হাউজ খুঁজে পাওয়া মুশকিল, উক্ত স্থান থেকে আমি অন্যকে
সহযোগিতার জন্য এক্সেল নিয়ে একটি টিউটোরিয়াল চ্যানেল খুলেছি।
আপনি চাইলে
এখান থেকেই শুরু করতে পারেন ও দিনে দিনে এক্সপার্ট হতে পারেন ও ভাল লাগলে
চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও পারেন।
Excel kivabe bangla font use korbo.suppose total number summation bangla asena.banla kivabe numerical term ana jai ta ektu dekhiye diben ki vai.please.
ReplyDelete